বাগমারা সংবাদদাতা
স্বাধীনতার স্থপতি ও বাঙালি জাতির পিতা হাজার বছরে শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস স্মরণে দোয়া মাহফিল কর্মসূচী পালন করেছে রাজশাহীর একমাত্র গার্মেন্টস প্রতিষ্ঠান সাকোয়াটেক্স লিমিটেড (এনা গ্রুপ) রাজশাহী। সোমবার সাকোয়াটেক্স লিঃ এর বিসিক, সপুরা, রাজশাহী অফিসে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।
দোয়া মাহফিল অনুষ্ঠানে গার্মেন্টস কর্মীদের মাঝে বঙ্গবন্ধুর জীবন দর্শন তুলে ধরেন প্রতিষ্ঠানের কর্মকর্তাগন । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের রিজিওনাল ডিরেক্টর জনাব সারোয়ার জাহান। তিনি বলেন, জনগণের অর্থনৈতিক মুক্তি অর্জনের লক্ষ্যে আজীবন সংগ্রাম করে গেছেন বঙ্গবন্ধু। ক্ষুধা ও দারিদ্রমুক্ত ‘সোনার বাংলা’ প্রতিষ্ঠাই ছিল তার স্বপ্ন।
এছাড়া অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবনী থেকে বিভিন্ন আলোচনা করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন ফ্যাক্টরী ব্যবস্থাপক সজল আহম্মেদ, এইচ আর ম্যানেজার নিগার সুলতানা, ইয়ার্ন ম্যানেজার মোস্তাফিজুর রহমান, এপিএম সুলতান মাহমুদ, এইচ আর অফিসার শামীম আহম্মেদ সহো প্রতিষ্ঠানের নানা স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।