সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী: রাজশাহীর তানোরে ২০২১-২২ অর্থবছরে প্রান্তিক কৃষকদের মাঝে (আমন চাষী) সরকারের দেয়া ভুর্তুকির সার ও বীজ বিনামুল্য বিতরণ করা হয়েছে।

জানা গেছে, ৩০ জুন বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্ত্বরে স্থানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর পক্ষ থেকে তার প্রতিনিধি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগী কৃষকদের মাঝে এসব সার ও বীজ বিতরণ করেছেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথ, কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ্উ ও পজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) প্রকৌশলী তারিকুল ইসলামপ্রমুখ।