মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্তবন্ধু ও ঘনিষ্ঠ সহচর জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ এইচ এম কামারুজ্জামান হেনার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন রাজশাহী সদর দলিল লেখক সমিতির নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।
৬ই মার্চ (সোমবার) সকাল ১০ টায় রাজশাহী বিভাগীয় দলিল লেখক সমিতির আহবায়ক এবং রাজশাহী জেলা ও সদর দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ মহিদুল হকের নেতৃত্বে রাজশাহী সদর দলিল লেখক সমিতির নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।
মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্তবন্ধু ও ঘনিষ্ঠ সহচর জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ এইচ এম কামারুজ্জামান হেনার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার সময় উপস্থিত ছিলেন, সমিতির নব নির্বাচিত সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ জাকাতুল্লাহ মলার, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন আক্তার মাবুল, সহ-সভাপতি সিরাজ উদ্দিন বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবলু, আইন বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক আতিকুল ইসলাম তপন, প্রচার সম্পাদক শামিম হাসান, কার্যনির্বাহী সদস্য বাবুল সরকার, সেলিম উদ্দিন ও দুলাল হোসেনসহ সমিতির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নিমাই কুমার ভকত ও অন্যান্য সদস্যদের মধ্যে আমিনুল হক ভূঁইয়া, রবিউল আলম তপন, শামসুজ্জামান বাবলু, আল মামুন, আব্দুল কাদের, রফিকুল ইসলাম জমির প্রমূখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।