সিরাজগঞ্জের তাড়াশে পুকুর থেকে ভাসমান অবস্থায় (৬২) এক অজ্ঞাত নারীর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮জুলাই) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার বারুহাঁস ইউনিয়নের বিনসাড়া বাজার সংলগ্ন মুক্তাহার পুকুর থেকে অজ্ঞাত বৃদ্ধা নারীর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। তবে বৃদ্ধা নারীর পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, সকালে বিনসাড়া বাজার সংলগ্ন মুক্তাহার পুকুর একটি ভাসমান লাশ ভাসতে দেখতে পেয়ে স্থানীয় লোকজন তাড়াশ থানা পুলিশকে খবর দেন।
বারুহাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ময়নুল হক জানান, বেশ কয়েক দিন যাবত ওই বৃদ্ধা নারী বিনসাড়া বাজারে ভিক্ষা করতেন এবং ওই বাজারেই রাত্রীযাপন করতেন। পরে সকালে তার মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে ওই বৃদ্ধা নারী রাতের কোন এক সময় প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে হয়তো ওই পুকুরে পড়ে যেতে পারেন। আর পুকুর পাড়েই তাঁর ভিক্ষার ঝুলিও পড়ে ছিল।
মরদেহটি উদ্ধার করা হয়েছে এবং মরদেহের শরীরে কোন আঘাতের চিহৃ নেই। পাশাপাশি মরদেহটি সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুলন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরনের প্রক্রিয়া চলছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।