মোঃ শাহিন আলম: তাড়াশে অটোরিক্সা চালকের হাত-পা বেধে খুন। সিরাজগঞ্জের তাড়াশে অটোরিক্সা চালকের হাত ও পা বেধে খুন!
মরাদেহ উদ্ধার করেছে পুলিশ। অটোরিক্সা চালককে হত্যার পর অটোরিক্সা ছিনতাই করে পালিয়ে গেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার বারুহাস ইউনিয়নের বারুহাস-তাড়াশ আঞ্চলিক সড়কের হেদারখাল ব্রীজের কাছে থেকে অটোচালকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত অটোচালক বারুহাস ইউনিয়নের সান্দ্রা গ্রামের আব্দুল আজিজের ছেলে ইসলাম সরকার (২৯)।
পরিবারেরর বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত অটোচালক ইসলাম সরকার বুধবার সন্ধার দিকে বারুহাস বাজার থেকে যাত্রী নিয়ে সিংড়ার তৃষিখালী মাজারের উদ্দ্যেশে রওনা হয়। এরপর রাতে বাড়িতে না ফেরার কারণে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকেন।
পরে বৃহস্পতিবার সকালে তাড়াশ-বারুহাস আঞ্চলিক সড়কের হেদারখাল নামক এলাকায় আবুলের ব্রীজের পাশে হাত ও পা বাধা মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।