সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা চর অধ্যুষিত এলাকায় বজ্রপাতে দুই কৃষক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন নিহত এক কৃষকের স্ত্রী। শুক্রবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার মাইজবাড়ী ইউনিয়নের মাইজবাড়ী চরে এই ঘটনা ঘটে। ননিহত কৃষকেরা হলেন স্থানীয় মাইজবাড়ী গ্রামের মনছের আলী ও নুরুজ্জামান।
মাইজবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম জানান, দুপুরে প্রচণ্ড বজ্রসহ বৃষ্টির মধ্যে ওই দুই কৃষক পাট গাছ কাটছিলেন।
এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই ওই দুই কৃষক মারা যান। এ ঘটনায় কৃষক নুরুজ্জামানের স্ত্রী আনোয়ারা খাতুন আহত হন। আনোয়ারা খাতুন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত জানান, দুপুরে মাঠে কাজ করার সময় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। তাদের পরিবারের কারও কোনো অভিযোগ না থাকায় নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।