আবুল হাশেম, রাজশাহী ব্যুরোঃ রাজশাহীতে আগামীকাল রোববার থেকে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি কার্যক্রম। প্রথম পর্ব চলবে ২৯ মার্চ পর্যন্ত। ২য় ধাপে ৩ এপ্রিল শুরু হয়ে চলবে ১০ এপ্রিল পর্যন্ত। শনিবার সকালে নিজ কার্যালয়ে জেলা প্রশাসক আব্দুল জলিল সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। তিনি বলেন, নগর ও জেলা মিলে ২ লাখ পরিবার এর তালিকা চূড়ান্ত করা হয়েছে।
ফ্যামিলি কার্ডধারিরা ১ম পর্যায়ে দুই লিটার সয়াবিন তেল (১১০ টাকা লিটার),দুই কেজি চিনি (৫০ টাকা কেজি), দুই কেজি মসুর ডাল (৬৫ টাকা কেজি ) এবং দ্বিতীয় ধাপে ৩ এপ্রিল থেকে এসব পণ্যের সঙ্গে আরও দুই কেজি ছোলা (প্রতি কেজি ৫০ টাকা) কিনতে পারবেন ভোক্তারা।
সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক বলেন, রোববার থেকে সারা দেশে সরকার এক কোটি পরিবারকে এই টিসিবি সুবিধা দেয়ার কার্যক্রম চুড়ান্ত করেছেন। এতে প্রায় পাঁচ কোটি মানুষ এই সোশ্যাল সেফটিনেট এর আওতায় আসবে বলে তিনি উল্লেখ করেন। র্জাশাহীতে দুই লক্ষ পরিবারকে এর আওতায় আনা হয়েছে। তাদের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা শুরু হয়েছে। এর মধ্যে সিটি কর্পোরেশন এলাকায় পঞ্চান্ন হাজার পরিবারের মধ্যে এই কার্ড বিতরণ করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক।
সিটি কর্পোরেশন এলাকায় কোন কোন স্থানে এই পণ্য বিক্রি করা তা কাউন্সিলরগণ ক্যালেন্ডার অনুযায়ী নির্ধারণ করবেন। সেইসাথে এর তত্বাবধান করবেন কাউন্সিলরগণ। আর ইউনিয়ন পর্যায়ে চেয়ারম্যান ও মেম্বরগণ দেখভাল করবেন সংংবাদ সম্মেলনে উল্লেখ করেন জেলা প্রশাসক।
এ সময়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যান চৌধুরী ও রাজশাহী সাংবাদিগক ইউনিয়নের সাধারণ সম্পাদক তানজিমুল হক সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার গণমাধ্যম কর্মীগণ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।