হাফিজুর রহমান, তালতলী বরগুনা: সাভারে শিক্ষক হত্যা-নড়াইলে শিক্ষক নির্যাতন ও অবমাননাসহ সব সাম্প্রদায়িক নির্যাতনের প্রতিবাদে বরগুনার তালতলীতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে তালতলী শিক্ষক পরিবার।
শনিবার সকাল ১১ টায়তালতলী সরকারি কলেজের অধ্যক্ষ রবিন্দ্রনাথ হাওলাদারের সভাপতিত্ব তালতলী বাজারের সদর রোর্ড়ে এ সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করে।মানবন্ধনে উপজেলার সহস্রাধিক শিক্ষক ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
এসময় বক্তব্য রাখেন,তালতলী মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ জামাল হোসেন,তালতলী সরকারি কলেজের সহকারি অধ্যপক আব্দুর রহমান,তালতলী সরকারি মড়েল মাধ্যমিক বিল্যালয়ের প্রধান শিক্ষক পরিমল চন্দ্র সরকার, তালতলী বন্দর মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ হারুন অর রশিদ,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ আলম কবির,
শিক্ষক সমিতির সাধারন সম্পাদক শহিদুল ইসলাম, তালতলী সরকারি কলেজের প্রফেসর আশুরাম তালতলী সরকারি কলেজের প্রফেসর আঃ হালিম,উপজেলা যুবলীগের আহবায়ক মারুফ রায়হান তপু, উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক নুরে আলম সুমন,
লাউপাড়া সাগর সৈকত মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জসিম উদ্দিন মিঠু, বগীরহাট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মিজানুর রহমান, বড়বগী ইউপি সদস্য নজরুল ইসলাম লিটু প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।