রবীন্দ্রনাথ সরকার, গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ সুশান্ত কুমার সরকারের বিদায় ও নবাগত অফিসার ইনচার্জ দুলাল হোসেনের বরণ উপলক্ষে “বরণ ও বিদায় সংবর্ধনা” অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ এপ্রিল) বিকেলে

গঙ্গাচড়া মডেল থানার আয়োজনে থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল এ) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বিদায়ী ওসির প্রশংসা করে নবাগত ওসিকে তার ধারাবাহিকতা বজায় রাখার আহব্বান জানান।

পুলিশ পরিদর্শক (তদন্ত) আরিফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের আলোচনা সভায় বিদায়ী ওসি সুশান্ত কুমার সরকার বলেন, এখানকার সাধারণ মানুষ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সাংবাদিকরা পুলিশের জনবান্ধব কাজে সব সময় সহযোগিতার হাত প্রসারিত করেছেন। তাই এখানে যে কোন পরিস্থিতিতে কাজ করে সফলতা আনা সম্ভব হয়েছে।

আইনের প্রতি সবাই শ্রদ্ধাশীল। কারো সহযোগিতা ছাড়া একা ওসি’র বা পুলিশের পক্ষে মানবিক পুলিশ হওয়া সম্ভব না। এসময় তিনি গঙ্গাচড়াবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পরে নবাগত ওসি দুলাল হোসেন তার বক্তব্যে বলেন, আমি থানায় ওসি হিসেবে নতুন। নিষ্ঠার সাথে আমি যেন সরকারি দায়িত্ব পালন করতে পারি তাই স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও প্রশাসনিক সকল দপ্তর প্রধান, সুশীল সমাজ, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করছি।

পরে থানা পুলিশ সদস্যরা বিদায়ী ও নবাগত কর্মকর্তাকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানান। প্রসঙ্গত, ওসি সুশান্ত কুমার সরকার রংপুরের তারাগঞ্জ থানায় যোগদান করবেন।