বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। (১৪ফেব্রুয়ারি) সোমবার সকাল ১১টার সময় উপজেলা পরিষদের কনফারেন্স সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত আইন-শৃঙ্খলা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী,

ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল, অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ মোহতিরিমা সিফাত, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মিনারা বেগম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শিবেশ চন্দ্র কুন্ডু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গোলজার হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, ৭ ইউনিয়নের চেয়ারম্যানদ্বয় হুমায়ুন কবির বাদশা,

আব্দুর রাজ্জাক, ইউনুস আলী মন্ডল, আবুল কালাম আজাদ, রহমত আলী, চিত্ত রঞ্জন পাহান, আঃ মালেক মন্ডল প্রমুখ। এসময় বিরামপুর মহিলা কলেজের উপধ্যাক্ষ মেজবাউল হক, সমাজসেবা অফিসার রাজুল ইসলাম, যুবউন্নয়ন কর্মকর্তা জামিল উদ্দিন মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর আলম,

একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং ২০ ও ২৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি’র) ক্যাম্প কমান্ডারবৃন্দ উপস্থিত ছিলেন। আইন-শৃঙ্খলা কমিটির ব্যাপক আলোচনা সভা শেষে, মহান একুশে ফেব্রুয়ারি ও ৭ই মার্চ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতি মুলক সভায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

 

কলমকথা/বিসুলতানা