খাদ্য দ্রব্য ও পণ্যসামগ্রীতে ভেজাল রোধ এবং ওজন ও পরিমাপে সঠিকতা নিশ্চিত করণের লক্ষ্যে ১৭-১১-২০২২ খ্রিঃ তারিখে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর-এর উদ্যোগে রংপুর রংপুর মহানগরীর সিটি বাজারে ফলের ফরমালিনের উপস্থিতির পরীক্ষা পরিচালনা করা হয়।
আরও পড়ুন…
অভিযান পরিচালনাকালে (১) সাগর ফল ভান্ডার, (২) মামুন স্টোর (৩) খাজা ফল ভান্ডার (৪) জনি ফল ভান্ডার (৫) বাবুল ফরের দোকান (৬) দিশা ফল ভান্ডার (৭) ভাই ভাই ফল ভান্ডার (৮) ফ্রুটস কর্নার (৯) মুজাহিদ ফল ভান্ডার, সিটি বাজারের ফলের দোকানে ০৯টি প্রতিষ্ঠানের আপেল, মাল্টা, নাসপাতি, খেজুর, আংগুর, কমলা ও পেয়ারার ১১টি ফলের ফরমালিন পরীক্ষণ করে ফরমালিনের অস্তিত্ব পাওয়া যায়নি।
আরও পড়ুন..
কাউনিয়া উপজেলায় ৩টি চিপস এর ফ্যাক্টরীতে বিএসটিআইয়ের সার্ভিল্যান্স অভিযান
উক্ত অভিযান বিএসটিআই বিভাগীয় অফিসের অফিস প্রধান ও উপপরিচালক (মেট্রোলজি) জনাব মফিজ উদ্দিন আহমাদ এর নেতৃত্বে অংশগ্রহণ করেন জনাব মোঃ রাশেদুল ইসলাম, ঊর্ধ্বতন পরীক্ষক (ফুড এন্ড ব্যাক্ট.), জনাব মোঃ জাহিদুর রহমান, সহকারী পরিচালক (সিএম) ও জনাব মোঃ বিল্লাল হোসেন, সহকারী পরিচালক (মেট্রোলজি), বিএসটিআই বিভাগীয় অফিস, রংপুর।
জনস্বার্থে বিএসটিআই’র বিভাগীয় অফিস রংপুরের এধরনের অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।