মোঃ জসিম উদ্দিন;খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ- দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট বড় মসজিদের দ্বিতীয় তলায় ইমাম ও মুয়াজ্জিন এর শয়ন কক্ষের তালা ভেঙে দুঃসাহসিক চুরির চেষ্টা চালিয়েছে দূর্বৃত্তরা।

জানা যায়, পহেলা মার্চ রোজ মঙ্গলবার সকাল আনুমানিক ৯ঃ৩০ মিনিটে অজ্ঞাত দুর্বৃত্তরা ইমাম ও মুয়াজ্জিন এর কক্ষের তালা ভেঙে চুরির চেষ্টা চালিয়েছে। জানা গেছে ঐ মসজিদে এর আগেও এই রুমগুলো থেকেও মোবাইল ও টাকা চুরি হয়।

এবং এ ঘটনার সাথে সম্পৃক্তদের শাস্তির আওতায় নিয়ে আসতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের দৃষ্টি কামনা করছেন ভুক্তভোগীরা।

এ ঘটনা নিয়ে সেকেন্দার আলী নামে এক মাদ্রাসার ছাত্র বলেন, কি আজব ব্যাপার চোরেরা ধর্মীয় প্রতিষ্ঠানও মানছেনা। আল্লাহ পাক রাব্বুল আলামীন তাদেরকে হেদায়েত দান করুন।

 

কলমকথা / বিথী