মোঃ জসিম উদ্দিন; খানসামা (দিনাজপুর)প্রতিনিধিঃ “টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের খানসামায় যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা চত্বরে মানববন্ধন ও উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক নারী দিবস উদযাপন অনুষ্ঠানে খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশিদা আক্তার এর সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারজানা ইয়াসমিনের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী,এমপি।
অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা বাসুদেব রায়,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন,,উপজেলা যুব মহিলা লীগের সভাপতি পলি রানী রায়সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সুধীজন, শিক্ষক,সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন ইউনিটের মহিলা সদস্যগন উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।