মোঃ তাহেরুল ইসলাম ডোমার নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলার জোড়াবাড়ী ইউনিয়ন ছাত্রলীগ কমিটি দেয়ায় অনিয়মের অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রলীগ সভাপতি সব্যসাচী ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মানিকের বিরুদ্ধে।
গত ২৩ ফেব্রুয়ারী আহসান হাবীব (পলাশ) সভাপতি ও আসাদুজ্জামান (রাশেদ) কে সাধারন সম্পাদক করে দুই সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। ওই কমিটির সভাপতির বর্তমান বয়স জাতীয় পরিচয় পত্র অনুযায়ী ২৯ বছর ৩ মাস ৮দিন। ছাত্রলীগের গঠনতন্ত্র অনুয়ায়ী ২৯ বছরের বেশী বয়স হলে ছাত্রনেতা হতে পারবে না বলে সু-স্পস্ট উল্লেখ রয়েছে। সভাপতির তিন মাস বেশি বয়স থাকার পরও কমিটিতে সভাপতি করায় সামাজিক যোগাযোগ মাধ্যম ও ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে সমালোচনার ঝড় উঠেছে।
জোড়াবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান টিটুল ও সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফ রহমান বলেন, আমাদের ছাত্রলীগ গঠনতন্ত্র অনুযায়ী ২৯ বছরের একদিন পার হলেও সে আর ছাত্রলীগ করতে পারবে না। কিন্তু সদ্য ঘোষিত জোড়াবাড়ী ইউনিয়ন ছাত্রলীগ কমিটিতে সভাপতি আহসান হাবীব (পলাশের ) বয়স জাতীয় পরিচয় পত্র অনুযায়ী ২৯ বছরের বেশী। বয়স শেষ হওয়ার পরেও কোন লোভে পরে উপজেলা সভাপতি ও সম্পাদক পলাশকে সভাপতি করে কমিটি অনুমোদন দিলেন বলে তিনি প্রশ্ন রাখেন?
এবিষয়ে আহসান হাবীব (পলাশ)এর সাথে কথা হলে বলেন, আমি উপজেলা সভাপতি ও সম্পাদক বরাবর সিভি জমা দিয়েছি। সিভিতে আমার সকল কাগজপত্র দেওয়া ছিলো। আমি বর্তমানে দেবীগঞ্জ সরকারী কলেজের অনার্স (সমাজ বিজ্ঞান) বিভাগের ফাইনাল পরীক্ষার্থী। বয়স বেশী হওয়ার বিষয়টি জানতে চাইলে বলেন, বয়সের ব্যাপারে কারো কোন অভিযোগ ছিলো না।
সকল কাগজপত্র দেখে উপজেলা ছাত্রলীগ সভাপতি ও সম্পাদক আমাকে সভাপতি করে ১ বছরের জন্য কমিটি অনুমোদন দেন।
উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মানিক বলেন, বয়স বেশীর বিষয়ে কেউ অভিযোগ করলে তদন্ত কমিটি করে দেওয়া হবে। সত্যতা মিললে গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা ছাত্রলীগের সভাপতি সব্যসাচী রায় বলেন, যারা কমিটিতে আসতে পারে নাই তারা অপপ্রচার চালাচ্ছে। যদি বয়স বেশী হয়ে থাকে, তাহলে ব্যবস্থা নেওয়া হবে।
নীলফামারী জেলা ছাত্রলীগ সভাপতি ফোন রিসিভ না করায় কোন মন্তব্য পাওয়া যায়নি। সাধারন সম্পাদক মাসুদ সরকার এ বিষয়ে কোন মন্তব্য করতে চায়নি।
কলমকথা/ বিথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।