ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বজ্রপাতে ফজলে রাব্বী (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (৩ এপ্রিল) দুপুরে উপজেলার হাজীপুর ইউনিয়নের মাগলাও গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফজলে রাব্বী ওই ইউনিয়নের ভেবড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘করোনার টিকা দিয়ে বাড়ি ফিরছিলেন ফজলে রাব্বী। এ সময় হঠাৎ বজ্রপাতের শিকার হন তিনি। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।