অলিউর রহমান মেরাজ, নবাবগঞ্জ, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে বিশেষ অভিযানে আন্তঃজেলা গরু চোর চক্রের ৩ সহযোগীকে গ্রেঢতার করেছে থানা পুলিশ। গত রবিবার(৩০ অক্টোবর) গভীর রাতে তাদেরকে নিজ নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া ২টি গরু ও চুরির গরু বিক্রির নগদ ৬২ হাজার টাকা পুলিশ উদ্ধার করে। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার

পুটিমারা ইউনিয়নের আন্দোলগ্রাম(নয়াপাড়া) গ্রামের মৃত সামাদ উদ্দিন সরকারের ছেলে আবুল কালাম(৪০), আন্দোলগ্রাম সারাইপাড়া গ্রামের এনামুল সরদারের ছেলে ইমরান সরদার(২৯), আন্দোলগ্রাম গ্রামের আকরাম আলীর ছেলে বিদ্যুৎ আলী(২৮)।

থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান- গেল ১ মাস ধরে নবাবগঞ্জ থানা এলাকায় বিভিন্ন স্থানে হটাৎ গরু চুরি বৃদ্ধি পাওয়ায় থানা পুলিশ চোর চক্রকে ধরতে ব্যাপক তৎপরতা শুরু করে।

এক পর্যায়ে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে চোর চক্রের সহযোগীদের সনাক্ত করে গত রবিবার(৩০ অক্টোবর) গভীর রাতে পুলিশ তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা আন্তঃজেলা গরু চোর দলের মুলহোতা বগুড়া জেলার শিবগঞ্জ এলাকার লিটন মিয়ার সহযোগী হিসেবে কাজ করে আসছিল। লিটনের নামে

বিভিন্ন থানায় গরু চুরির ১১টি মামলা রয়েছে। সে দীর্ঘদিন যাবত পলাতক রয়েছে। বগুড়া এলাকায় চুরি হওয়া গরু নবাবগঞ্জ এলাকায় এবং নবাবগঞ্জ এলাকায় চুরি হওয়া গরু বগুড়া এলাকায় বিক্রি করে আসছিল এই চোর চক্র ।

নিয়মিত অভিমান চলছে চোর সদস্যের সবাইকে আটক করে আইনের আওতায় আনা হবে ।