দিনাজপুরের খানসামা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে উপজেলা নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৫ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ আগামী ১৭ মে, মনোনয়নপত্র বাছাই ১৯ মে, আপিল দাখিল ২০-২২ মে, আপিল নিষ্পত্তির শেষ তারিখ ২৩-২৫ মে (সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত), প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ মে, প্রতিক বরাদ্ধ ২৭ মে নির্ধারণ করা হয়েছে।।
নির্বাচন কমিশনের আদেশক্রমে (নির্বাচন পরিচালন ২) উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে তফসিলের পূর্ণাঙ্গ বিষয়টি উল্লেখ করা সার্বিক প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত,গত ২৪ ফেব্রুয়ারী অসুস্থতাজনিত কারনে খানসামা উপজেলা চেয়ারম্যান মো. আবু হাতেমের মৃত্যুতে গুরুত্বপূর্ণ এই পদটি শূন্য হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।