দিনাজপুরের খানসামায় নানা আয়োজনে স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা ব্যাডেন পাওয়েল (বিপি)’র ১৬৫তম জন্মবার্ষিকী ও আন্তর্জাতিক বিপি দিবস উপলক্ষে সংবর্ধনা প্রদান, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২২ ফেব্রুয়ারি (মঙ্গলবার) উপজেলার পাকেরহাট স্কাউটস প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা কাব স্কাউট ও রোভার স্কাউটস্রে এর আয়োজন করে শাপলা কাব এ্যাওয়ার্ড প্রাপ্তদের সংবর্ধনা প্রদান করা হয়।


আলোচনা সভায় উপজেলা কাব লিডার উড ব্যাজ প্রাপ্ত নুরল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও আঙ্গারপাড়া ইউপির চেয়ারম্যান মোস্তফা আহমেদ শাহ্, বিশেষ অতিথি হিসেবে শাপলা গার্লস স্কুল অ্যান্ড কলেজের ইউনিট লিডার আকতারী খানম, খানসামা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরনবী ইসলাম, আওয়ামী লীগ নেতা জিয়াউর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

অপরদিকে, খানসামা উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক খগেশ্বর চন্দ্র রায়ের উদ্যোগে আলোকঝাড়ি উচ্চ বিদ্যালয়ে স্কাউটস শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত জানা যায়, বাংলাদেশের জাতীয় স্কাউটিং সংস্থা। স্কাউটিং হল একটি আন্দোলন যার কাজ আনন্দের মধ্য দিয়ে শিক্ষা দান। এর মাধ্যমে একজন ছেলে বা মেয়ে সুনাগরিক হিসেবে গড়ে ওঠে। স্কাউটিং এর মধ্যে লুকিয়ে থাকে অপার আনন্দ যার স্বাদ নিতে হলে যোগদান করতে হবে এই আন্দোলনে। ১৯০৭ সালে রবার্ট স্টিফেন্সন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অফ গিলওয়েল সংক্ষেপে বি.পি এই আন্দোলনের শুরু করেন।