‘আমার টাকায় আমার সেতু, বাংলাদেশের পদ্মা সেতু’ এই স্লোগানকে ধারণ করে দিনাজপুরের খানসামায় থানা পুলিশের আয়োজনে আনন্দ র্যালি হয়েছে।
শনিবার (২৫ জুন) সকাল ১০ টায় খানসামা থানা চত্ত্বর থেকে একটি আনন্দ র্যালি বের হয়। র্যালিটি থানা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা ঘুরে আবার খানসামা থানা চত্ত্বরে এসে শেষ হয়।এ সময় র্যালিতে নেতৃত্ব দেন খানসামা থানার অফিসার ইনচার্জ চিত্র রঞ্জন রায়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খানসামা উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও খানসামা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,খানসামা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও আঙ্গারপাড়া ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা আহমেদ শাহ্।
এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ইন্সপেক্টর (তদন্ত) মো. তাওহীদ ইসলাম, উপপরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন, এসআই শামীম আশরাফুলসহ পুলিশ সদস্য ও সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ প্রমূখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।