অলিউর রহমান মেরাজ, নবাবগঞ্জ : “আমাদের কৈশোর, আমাদের স্বাস্থ্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ল্যাম্ব এ্যাডলোসেন্ট ও কমিউনিটি ট্রান্সফরমেশন প্রজেক্ট এর আয়োজনে এবং ল্যাম্ব হেলথ্-ইউকে এর আর্থিক সহযোগিতায় আজ ২৭ জুলাই সকাল ১১টায় নবাবগঞ্জ উপজেলা হলরুমে বাৎসরিক অগ্রগতি অবহিতকরণ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।
এই সভার মূল উদ্দেশ্য ছিল প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা এবং কিশোর-কিশোরীদের মানসিক ও প্রজনন স্বাস্থ্যের উন্নতি সাধনে আলোচনা করা”।
সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম সভাপতিত্বে আলোচনা সভা শুরু হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব মো: আতাউর রহমান বলেন, “স্থানীয় সরকারের সার্বিক সহযোগিতায় কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য ও প্রজনন স্বাস্থ্যের উন্নয়ন করা সম্ভব”।
উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম বলেন, “বয়:সন্ধিকালীন পিতা-মাতাদের সন্তানের প্রতি আরো বেশি জন্তশীল হতে হবে যেন কিশোর-কিশোরীরা শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে পারে।
এছাড়া উপজেলা থানা ইন্সপেক্টর (তদন্ত) জনাব মো: মনিরুজ্জামান, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান জনাব মোছা: পারুল বেগম, মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মো: তোফাজ্জল হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার জনাব শুভ্র প্রকাশ চক্রবর্তী, স্থানীয় সাংবাদিক, স্থানীয় সরকার প্রতিনিধিগণ, শিক্ষক মন্ডলী, বে-সরকারী প্রতিনিধিবৃন্দ, কিশোর-কিশোরী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।