বিরামপুর(দিনাজপুর) প্রতিনিধি– বিরামপুরে তিনটি ঈদগাহ মাঠ পরিদর্শন করলেন পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী। শুক্রবার (২ মে ) বিকেলে ঈদগাহ আবাসিক এলাকার কেন্দ্রীয় ঈদগাহ মাঠ, পূর্বজগন্নাথপুর ঈদগাহ মাঠ ও আনসার ঈদগাহ মাঠ পরিদর্শন করেন।
এসময় পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী ঈদগায় ঈদের জামাতে চলমান উন্নয়ন ও কাজের খোঁজ খবর নেন।
পরিদর্শন শেষে পৌর মেয়র আককাস আলী বলেন, বিশ্বব্যাপী প্রাণঘাতী মহামারি করোনার কারণে গত দুই ঈদুল ফিতরের নামাজ ঈদগায় আদায় করতে পারিনি।
তাই পৌরবাসীর মধ্যে এবার ঈদগাহে নামাজ আদায়ের উৎসাহ বেশি। ঈদের নামাজের সকল প্রস্তুতি শেষ হয়েছে বলেও তিনি জানান।
ঈদগাহ মাঠ পরির্দশনকালে উপস্থিত ছিলেন, বিরামপুর মহিলা কলেজের উপাধ্যক্ষ মেসবাউল হক, এ্যাডভোকেট সোহেল রানা, বিরামপুর প্রেসক্লাবের সহ-সভাপতি এসএম মাসুদ রানা, বিশিষ্ট ধারাভাষ্যকার আসাদুজ্জামান আসাদ, আব্দুর রউফসহ আরো অনেকে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।