বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি- দিনাজপুরের বিরামপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ানের ষ্ট্যান্ড কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ই মার্চ) সকাল ১০ ঘটিকা হইতে বিকেল ৪ ঘটিকা পর্যন্ত বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে ২৯৮টি ভোটারের এর মধ্যে ২৬৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন এবং ৩৩ জন ভোটার অনুপস্থিত ছিলেন।

বিরামপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ানের ষ্ট্যান্ড কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনে কার্যনির্বাহী পরিষদে মোট ১৭টি পদের মধ্যে ৬টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এসময় নির্বাচন কমিশনার হিসাবে দ্বায়িত্ব পালন করেন জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ানের যুগ্ম- সাধারণ সম্পাদক শেখ বাদশা ও সহ সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন মুন্না।

মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ানের ষ্ট্যান্ড কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন যারা নির্বাচিত হলেন,সভাপতি বাবুল হোসেন, সহ-সভাপতি করিম মন্ডল, খুরশিদ আলম, সাধারণ সম্পাদক মুকুল সরকার, যুগ্ম-সম্পাদক ফকরুজ্জামান, সহ-সম্পাদক আলী হোসেন, সাংগঠনিক সম্পাদক সুমন আহম্মদ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, অর্থ সম্পাদক আশরাফুল , সড়ক সম্পাদক পাপ্পু হক, সমাজ কল্যাণ সম্পাদক দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক শাহ আলম মন্ডল, ক্রীড়া সম্পাদক শ্রী বদন, কার্য্যকরী সদস্য কুদ্দস, সুলতান মাহমুদ, শাহিনুর ইসলাম। ভোট গণা শেষে সন্ধ্যা ৬ ঘটিকায় জেলা মোটর শ্রমিক ইউনিয়ানের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি বিজয়ীদের নাম ঘোষনা করেন।