বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি- দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের অধীনস্থ বিরামপুর উপজেলা স্ট্যান্ড কমিটির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ই ফেব্রয়ারি) সকাল ১১ টায় বিরামপুর মহিলা কলেজের সভাকক্ষে দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হাকিমের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সাহাবুব ভাগিনার সঞ্চালনায় এ সাধারণ সভায় অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি। এসময় বিরামপুর উপজেলা স্ট্যান্ড কমিটির সভাপতি এমদাদুল হক সাধারণ সভায় বিগত বছরগুলোর আর্থিক অডিট রিপোর্ট পেশ করেন।
এতে আরো উপস্থিত ছিলেন, বিরামপুর পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি এম. রফিক, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ বাদশা, সহ-সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন মুন্না, সাবেক সহ-সভাপতি বাবুল হোসেন বাবুল্লা, বিরামপুর উপজেলা স্ট্যান্ড কমিটির সাবেক কার্য্যকারী সভাপতি ফরিদ হোসেন, সাবেক সম্পাদক মাহাবুব হোসেন, সাবেক সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন, সাবেক সাংগঠনিক সম্পাদক মুকুল সরকার, জুয়েল হোসেন প্রমূখ।
সাধারণ সভায় আগামী ৫ই মার্চ বিরামপুর উপজেলা স্ট্যান্ড কমিটির পরবর্তী নির্বাচনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়। উক্ত নির্বাচনে দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ বাদশাকে প্রধান নির্বাচন কমিশনার এবং সহ-সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন মুন্নাকে আহবায়ক মনোনীত করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।