দিনাজপুরের খানসামা উপজেলায় চলতি মৌসুমে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণের প্রণোদনা কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়েছে।

১১ এপ্রিল (সোমবার) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা কৃষি অফিস চত্বরে এ কর্মসূচীর শুভ উদ্বোধন করেন খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশিদা আক্তার।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার ২৭০০ বিঘা জমির জন্য ২৭০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিতরণকৃত উপকরণ জনপ্রতি ৫কেজি আউশ বীজ,ডিএপি সার ২০ কেজি,এমওপি সার ১০ কেজি করে দেওয়া হয়। যেগুলো উপজেলার ৬টি ইউনিয়নে বিভক্ত করা হয়েছে এভাবে, আলোকঝাড়ী ইউনিয়নে ৩২৫ জন, ভেড়ভেড়ী ইউনিয়নে ৩৭৫ জন, আঙ্গারপাড়া ইউনিয়নে ৪২৫ জন, খামারপাড়া ইউনিয়নে ৫৭৫ জন, ভাবকী ইউনিয়নে ৫২৫ জন ও গোয়ালডিহি ইউনিয়নে ৪৭৫ জন সহ মোট ২৭০০ জন কৃষকের মাঝে এসব সার ও বীজ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা বাসুদেব রায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, অতিরিক্ত কৃষি অফিসার ইয়াসমিন আক্তার, উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ, কৃষক-কৃষাণী, সাংবাদিক ও সুধীজন।