অলিউর রহমান মেরাজ, নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নে ভাদুরিয়ার যুদ্ধ স্মৃতিফলক নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব অনিমেষ সোম এর বাস্তবায়নে স্মৃতিফলকটির শুভ উদ্বোধন করলেন দিনাজপুর ০৬ আসনের সাংসদ সদস্য এমপি শিবলী সাদিক।

উল্লেখ, ১৯৭১ সালের ডিসেম্বর মাসে নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের গ্রাম ভাদুরিয়ায় মুক্তি বাহিনী ও মিত্র বাহিনী এবং পাকবাহিনীর মধ্যে ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয়। এ যুদ্ধে মুক্তি বাহিনী ও মিত্র বাহিনীর বহুসংখ্যক যোদ্ধা শহীদ হন।

এসময় উপস্থিত ছিলেন,নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান ও নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ ও মুক্তিযুদ্ধের সম্মানিত সকল ও উপজেলা আওয়ামীগ নেতা ও উপজেলা ছাত্রলীগের শামিম প্রমুখ।