![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/03/gjue.jpg)
অলিউর রহমান মেরাজ, নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে মুক্তিযুদ্ধ এবং মুক্তি যোদ্ধাদের বিষয়ে জানার জন্য নব নির্মিত ৭১ চত্বর নামক একটি মুক্ত মঞ্চের উদ্বোধন করা হয়েছে।
১৯৭১ সালের ডিসেম্বর মাসে নবাবগঞ্জ উপজেলায় মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী এবং পাকবাহিনীর মধ্যে ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয়। এ যুদ্ধে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর বহুসংখ্যক যোদ্ধা শহীদ হন। তাঁদের আত্নত্যাগের প্রতি শ্রদ্ধার্ঘ্য স্বরূপ ৭১ চত্বর মুক্ত মঞ্চ স্থাপন করা হয়।
নব নির্মিত এই ৭১ চত্বর মুক্ত মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃ ও ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ, উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধাদের নাম সহ উপজেলা যুদ্ধ মানচিত্র খোদাই করে লেখা রয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে ২৬ মার্চ শনিবার সারা দেশের ন্যায় দিনাজপুরের নবাবগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।পরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসকে স্বরণীয় করে রাখতে দুপুরে উপজেলার ডাকবাংলো মোড়ে স্থানীয় সংসদ সদস্য শিবলী সাদিক এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ৭১ চত্বরের উদ্বোধন করেন।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম, জনতা ব্যাংকের চেয়ারম্যান এএসএম মাহাফুজার রহমান, থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সহ আওয়ামী লীগের নেতাবৃন্দরা উপস্থিত ছিলেন।
উদ্ভোদন শেষে আমন্ত্রিত অতিথিদের মাঝে সম্মাননা স্মারক তুলে দেন সংসদ সদস্য এমপি শিবলী সাদিক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।