গাইবান্ধার ফুলছড়িতে আওয়ামীলীগের নির্বাচনী অফিস ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের হওয়ার পরে এজাহার নামীয় ২ আসামীকে আটক করেছে থানা পুলিশ।

ফুলছড়ি থানা সুত্রে জানা যায়, গত শনিবার দিবাগত রাতে উপজেলার উদাখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে থাকা আওয়ামীলীগের নির্বাচনী অফিস ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় রবিবার বিকালে ফুলছড়ি উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম বাদী হয়ে ৪১ জনের নাম উল্লেখসহ ২ শতাধিক ব্যাক্তিকে অজ্ঞাত আসামী করে থানায় একটি মামলা দায়ের করে।

যার মামলা নং – ৩, তারিখঃ ১০ অক্টোবর ২০২২ইং।এ দিকে মামলা দায়েরের পরে রবিবার রাতেই থানা পুলিশ অভিযান চালিয়ে এজাহার নামীয় উদাখালী ইউনিয়নের পশ্চিম ছালুয়া গ্রামের রনি ও উত্তর কাঠুর গ্রামের সাইদুর রহমানকে আটক করে।

আটককৃতদের আজ সোমবার সকালে কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এবিষয়ে জানতে চাইলে দৈনিক কলম কথা পত্রিকার প্রতিনিধিকে, কর্মরত ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ কাওছার আলী মামলা দায়ের ও ২ আসামী আটকের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বাকী আসামীদের ধরতে অভিযান অব্যাহত থাকায় এই মুহুর্তে এজাহার নামীয় আসামীদের নাম প্রকাশ করা সম্ভব হচ্ছে না।