![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2023/01/Picsart_23-01-09_11-31-46-697.jpg)
হাবিবুর রহমান, চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে মোঃ রাশেদুল ইসলাম (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছেন চিলমারী মডেল থানার পুলিশ। আটককারী মাদক ব্যবসায়ী উলিপুর উপজেলার স্যাদুল্লাহ তবকপুর এলাকার মৃত নজির হোসেনের ছেলে।
থানা সূত্র জানাগেছে, গতকাল রাতে উপজেলার থানাহাট ইউনিয়নের বালাবাড়ি মালেক মোড়, এলাকা থেকে থেকে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৫০পিস ইয়াবা সহ গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে।
আটকের বিষয়টি নিশ্চিত করে চিলমারী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুশাহেদ খান বলেন, গতকাল রাতে আসামীকে আটক করা হয়েছে।
মাদকদ্রব্য আইনে মামলা করে আজ কারাগারে পাঠানো হয়েছে। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) মোহাম্মদ মহিবুল ইসলাম জানান, কুড়িগ্রাম জেলাকে মাদক মুক্ত করতে পুলিশ কাজ করে যাচ্ছেন। মাদক, জুয়া এসবের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।