হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম): সারা দেশের ন্যয় কুড়িগ্রামের চিলমারীতে প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের নতুন বই বিতরণ উৎসব-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে উপজেলার রমনা মডেল ইউনিয়নের চিলমারী উচ্চ বিদ্যালয় মাঠে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে সরকারের দেয়া নতুন বই আনন্দের সাথে তাদের হাতে তুলেদেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রুকুনুজ্জামান শাহিন।
এ সময় আর ও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান আজাদ জামান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আছমা বেগম, উপজেলা মাধ্যামিক শিক্ষা অফিসার মোঃ আবু তাহের, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবু সালেহ, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ জাহিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলায় ২০২৩ সালে প্রাথমিক পর্যায়ে ১১৭টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ৭৪ হাজার ৭ শত ৯০ টি বই বিতরণ করা হয়েছে।
অপরদিকে মাধ্যমিক বিদ্যালয়-১৭ টি, মাদ্রাসা-১২ টি, এবতেদায়ী মাদ্রাসা-২৫ টি মিলে মোট ৫৪টি প্রতিষ্ঠানের ২২ হাজার ৭ শত ৫৬ জন শিক্ষাথীকে ২ লাখ ৮৫ হাজার ৩২টি নতুন বই দেয়া হয়েছে। এ দিকে নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের মাঝে আনন্দের ঢেউ বইছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।