কুড়িগ্রাম প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছেন কেন্দ্রীয় যুবলীগের উপ-স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. মাহফুজার রহমান উজ্জ্বল। নাগেশ^রী ও কচাকাটাবাসীর স্বাস্থ্য সেবার লক্ষ্যে বেলা ১১টায় স্বাস্থ্য কমপ্লেক্সে হলরুমে আনুষ্ঠানিকভাবে ৮টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন তিনি।
এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান, নির্বাহী কর্মকর্তা নূর আহমেদ মাছুম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফজলুল করিম সাজু, আবাসিক মেডিকেল অফিসার নুরনবী আনসারিসহ অন্যরা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।