লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জামায়াতে ইসলামী বাংলাদেশ ও ইসলামী ছাত্রশিবির ঝটিকা মিছিল থেকে তিনজনকে আটক করেছে পুলিশ।


শনিবার (২৪ ডিসেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার দৈখাওয়া বাজারে মিছিল বের করে জামায়াতে ইসলামী বাংলাদেশ ও ইসলামী ছাত্র শিবির।


পুলিশ ও স্থানীয়রা জানান, জামায়াতে ইসলামী বাংলাদেশের আমীর শফিকুল ইসলামসহ সব নেতাকর্মীদের মুক্তির দাবিতে একটি ঝটিকা মিছিল বের করে জামায়াতে ইসলামী বাংলাদেশ ও ইসলামী ছাত্রশিবির। হাতীবান্ধা উপজেলার দৈখাওয়া আদর্শ কলেজ থেকে মিছিলটি বের হয় দৈখাওয়া বাজারে প্রবেশ করলে পুলিশ বাধা দেয়।


পুলিশের বাধায় পণ্ড হয় তাদের মিছিল। তবে এ মিছিল থেকে জামায়াতের তিনজন নেতাকর্মীকে আটক করে পুলিশ।

হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে তারা পালিয়ে যায়। এ সময় তিনজনকে আটক করা হয়। তবে তাদের নাম পরিচয় পরে জানানো হবে।