লালমনিরহাটের হাতীবান্ধায় বিয়ের ১৯ দিন পর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশরাফুল ইসলাম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার সকালে ওই উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামের ৬ নং ওয়ার্ডে এ দুঘর্টনা ঘটে।
নিহত আশরাফুল ইসলাম হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী এলাকার নায়েব আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকায় রাস্তার পাশে ভেঙে যাওয়া বিদ্যুতের বাশেঁর খুটি মেরামতের চেষ্টা করেন আশরাফুল ইসলামসহ দুই যুবক। এ সময় বিদ্যুতের তার ছিড়ে গায়ে পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুত্বর অসুস্থ হয়ে পড়ে আশরাফুল ইসলাম। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাতীবান্ধা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।
হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।