লাতিফুল আজম, কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ৩ শিক্ষা প্রতিষ্ঠানের ২৫ জন শিক্ষার্থীকে ৩২ দিন প্রশিক্ষণ শেষে কারাতে সার্টিফিকেট প্রদান করা হয়।
বুধবার সকালে জানো প্রকল্পের সহযোগীতায় ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং ইএসডিওর আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার নূর-ই আলম সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান শাহ্ধসঢ়; শিশু নিকেতন স্কুল ও কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক,ইএসডিও জানো প্রকল্পের উপজেলা ম্যানেজার শাহানা ইয়াসমিন ও ফিল্ড অফিসার আবু আনিস প্রমূখ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, মেয়েদেরকে আরও বেশী শক্তিশালী হিসাবে গড়ার লক্ষ্যে উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের মেয়েদেরকে কারাতে প্রশিক্ষণ শেখাতে হবে।
এর মাধ্যমে মেয়েরা যেমন হবে তার নিজের নিরাপত্তার প্রহরী অপরদিকে সকল মেয়েদের জন্য হবে একজন সাহসী সৈনিক। পরিশেষে ২৫ শিক্ষার্থীকে সার্টিফিকেট প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।