মোঃ তাহেরুল ইসলাম, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফমারীর ডিমলায় ইয়াবা সহ আটক হয়েছে তিন জন। গত ১১ ফেব্রুয়ারী (শুক্রবার) রাত অনুমান ১১ টায় ২নং বালাপাড়া ইউনিয়নের দক্ষিন বালাপাড়া গ্রামের নুর ইসলামের পুত্র শাহিনুর ইসলাম সেন্ডালু (৩৮) কে নিজ বাড়িতে ইয়াবা বিক্রি করার সময় হাতে নাতে ৫২ পিচ ইয়াবা সহ আরো দুইজনকে আটক করেন।
আটককৃত হলেন শাহিনুর ইসলাম সেন্ডালুসহ বাবুরহাট গ্রামের পোস্ট অফিস মোড় এলাকার মজিবর রহমানের পুত্র রাসেল মানিক বাবু (২০) ও বাবুরহাট মহিলা কলেজ পাড়ার আমিনুর রহমানের পুত্র রশিদুল ইসলাম (২০)। গোপন সংবাদের ভিত্তিতে ডিমলা থানার ওসি (তদন্ত) বিশ্বদেব রায়ের নের্তৃত্বে সর্ঙ্গীয় ফোর্স এসআই আবুল কালাম আজাদ, এসআই জয়ন্ত রায়, এসআই অনন্ত রায়, এসআই কামাল তাদেরকে ইয়াবা সহ আটক করেন।
এ বিষয়ে ডিমলা থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম জানান, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। যাহার মামলা নং-০৬/২২। আজ ১২ ফেব্রুয়ারী (শনিবার) আসামীদের নীলফামারী জেলা আদালতে প্রেরন করা হয়েছে। মাদকদ্রব্য মুক্ত সমাজ গঠনে ডিমলা উপজেলায় অভিযান অব্যাহত আছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।