মোঃ তাহেরুল ইসলাম ডোমার নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে নিয়ম মেনেই অনাড়ম্বর ভাবে পালিত হলো সরস্বতী পুজা।

পুতুল পুজো করেনা হিন্দু কাঁঠমাটি দিয়ে গড়া মৃন্ময়ীর মাঝে চিৎময় খোঁজে,হয়ে যায় আত্মহারা। শনিবার (৫ফেব্রুয়ারী) পুজোর পেন্ডেলের আয়োজনে ছিলনা তেমন সাজ সরঞ্জাম, কোন হৈ-হুল্লোড়,সরস্বতী পুজা হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতমপুজা।

প্রতি বৎসর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে এ পুজা পালন করা হয়,সরস্বতী বুদ্ধিদায়িনী, ঐশ্বর্যদায়িনী,
জ্ঞানদায়িনী,সিদ্ধিদায়িনী,শক্তির আধার হিসেবে আরধনা করে থাকে হিন্দু ধর্মাবলম্বীরা। ঢাকের বাঁঝনা,বেলপাতা,ব্রাম্মনের মন্ত্রের মাধ্যমে
ডোমার পৌরসভা সহ দশ ইউনিয়নে সরকারের করোনা কালিন নির্দেশনা সমুন্নত রেখেই পালিত হলো সরস্বতী পুজা।

উপজেলা শাখার পুজা উদযাপন পরিষদের আহ্বায়ক রামচন্দ্র বর্মন ও জুগ্ম-আহব্বায়ক অমরজিৎ সিংহের সাথে মুঠোফোনে কথা হলে
জানান সরকারের নির্দেশনা ও সরস্বতী পুজার নিয়ম মেনে পুজার আয়োজন করতে ধর্মাবলম্বীদের নির্দেশনা দেয়া হয়েছে। এবারে প্রায়৭৫৫ উপরে সরস্বতী পুজা অনুষ্ঠিত হচ্ছে ডোমারে।