মোঃ তাহেরুল ইসলাম ডোমার নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে চিলাহাটি থেকে ছেড়ে আসা প্যণবাহী ট্রেনে কাটা পড়ে দীপক (২৪) নামের এক যুবকের পায়ের হাটুর নিচের অংশ বিচ্ছিন্ন হয়েছে।
ঘর্টনাটি ঘটেছে শনিবার (৫ফেব্রুয়ারী) রাত সারে ৭টায় ডোমার বাজার রেলঘুন্টি এলাকায়। ট্রেনে কাটা পড়া পায়ের হাটুর নিচের অংশ বিচ্ছিন্ন হওয়া যুবককে স্থানীয়রা তাৎক্ষণিক ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্মরত চিকিৎসক তাকে রংপুর মেডিক্যালে রেফাড করেন।
জানা গেছে, দীপক (২৪) নীলফামারীর ডোমার রেলওয়ে স্টেশন পাড়া এলাকার অনীল সাহার শ্যালক। তিনি পাবনা জেলার সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের রাম প্রসাদ রায়ের পুত্র।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।