মোঃ তাহেরুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমারে উপজেলায় কৃতি সন্তান ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার সকাল ১০ টার দিকে ডোমার নাট্য সমিতি মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানটির আয়োজন করে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন সবার পাঠশালা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট’র অতিরিক্ত কমিশনার অরুণ কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি তপু রায়ের সভাপতিত্বে কারমাইকেল কলেজের বাংলা বিভাগের ভূতপূর্ব অধ্যাপক শাহ আলম অনুষ্ঠানটির উদ্বোধন করেন।
এসময় নীলফামারী সরকারি কলেজের সহকারী অধ্যাপক নুরুল করিম, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা আমির হোসেন, সহকারী শিক্ষক বকুল রায়, বন্ধন সিডস এর ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন ও নীলফামারী সদর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান প্রমূখ বক্তব্য রাখেন।
প্রসঙ্গত, ২০১৭ সালে প্রতিষ্ঠার পর হতে ‘সবার পাঠশালা’ সংগঠনটি পাড়ায় পাড়ায় লাইব্রেরী প্রতিষ্ঠা, বৃক্ষ রোপন, দুস্থদের খাদ্য ও অর্থ সহায়তা, দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি, বিনামূল্যে পাঠদান ও জলবায়ু নিয়ে কার্যক্রম পরিচালনা করে আসছে।
সবার পাঠশালা’র প্রতিনিধি হিসেবে ‘শেখ হাসিনা ভলান্টিয়ার ইয়ুথ অ্যাওয়ার্ড-২০২০’ গ্রহন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ‘সবার পাঠশালা’র প্রতিষ্ঠাতা সমন্বয়ক গোপাল রায়
ডোমারে ১০ কৃতি সন্তান ও ৪৯ জন শিক্ষার্থীদের মাঝে বই ও ক্রেষ্ট উপহার দেওয়া হয়, অনুষ্ঠানে চাকুরী জিবি, শিক্ষার্থী,অভিভাবক সাংবাদিক সহ বিভিন্ন পেশার প্রায় পাঁচশত অধিক মানুষের উপস্থিতি ছিল।পরবর্তীতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।