মোঃ তাহেরুল ইসলাম নীলফামারী প্রতিনিধি: পেট্রোলের দাম বাড়ায় নীলফামারীর ডোমারে মোটরসাইকেল শো-রুম গুলোতে কমেছে গাড়ী বিক্রি। তিনদিনেও একটি মটর সাইকেল বিক্রি করতে পারনেনি অনেক শো-রুম।
শনিবার (১২ আগস্ট) দুপুরে ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয় সংলগ্ন সুজুকি মোটরসাইকেল শো-রুম ও ডোমার ফায়ার সার্ভিস সংলগ্ন টিভিএস শো-রুমে কথা বলে এ তথ্য জানা যায়।
টিভিএস শো-রুমের ব্যবস্থাপক নাসিরুল রেজা লিচু বলেন, তেলের দাম বাড়ায় বেশি প্রভাব পড়েছে মোটরসাইকেলে। অনেকে ঘর থেকে মোটরসাইকেল বের করে না। ভ্যান বা অটোতে করে চলাচল করছে।
সুজুকি মোটরসাইকেল শো-রুমে গিয়ে ম্যানেজার আতিকেথর বলেন, হঠাৎ করে পেট্রোলের দাম বাড়ায় মোটরসাইকেল বিক্রি একেবারে কমে গেছে। ৬ থেকে ১০ আগস্ট পর্যন্ত একটি মোটরসাইকেলও বিক্রি হয়নি। একজন একটি মোটরসাইকেল নিতে এসে পেট্রোলের দাম বাড়ায় না নিয়ে চলে গেছে।
তিনি বলেন, যে গাড়ী গুলো আগে বিক্রি করেছি, সে গুলোর সার্ভিসিং এর জন্য কাস্টমারদের ফোন দিলে বলে পেট্রোলের দাম বেড়ে গেছে গাড়ী সার্ভিসিং করে আর কি হবে।
হোন্ডা শো-রুমের ব্যবস্থাপক ফরহাদ হোসেন জানান, তেলের দাম বাড়ানোর পর থেকে ক্রেতা শূন্য হয়ে পরেছে শো-রুম গুলো। যারা মোটরসাইকেল কেনার আগ্রাহ প্রকাশ করেছিলো এখন তারও আর আসছেনা গাড়ি কিনতে। একথায় বিক্রি নেই বললেও চলে।
মোটরসাইকেল চলাচল কমার পাশাপাশি কমেছে লোকাল যাত্রীবাহী বাস। ভাড়া বাড়ানোর কারণে বাসে যাত্রী কমেছে বলে জানান টিকিট কাউন্টারে থাকা মোস্তাফিজুর রহমান।
বাস শ্রমিকের সদস্য রব্বু জানান, ডিজেলের দাম বাড়ায় ভাড়া বাড়ানো হয়েছে। ডোমার থেকে নীলফামারী ভাড়া ছিলো ৪২ টাকা তা বাড়িয়ে করা হয়েছে ৪৮ টাকা। ডোমার টু সৈয়দপুর ভাড়া ছিলো ৮০ টাকা এখন ৯৬ টাকা। এতে করে বাসে যাত্রী কমেছে। ৪/৫ জন যাত্রী নিয়ে ডোমার থেকে সৈয়দপুরের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে লোকাল বাস গুলো।
এতে করে একটি বাসের খরচের টাকা উঠানো অসম্ভব হয়ে পরছে। ডিজেলের দাম বৃদ্ধির আগে ডোমার টু সৈয়দপুর রোডে ৩৩টি বাস চলাচল করতো। যাত্রী না থাকায় গাড়ি কমিয়ে এখন ২০/২২টি চলাচল করছে। তিনি আরো বলেন, আটোতে ভাড়া কম হওয়ায় যাত্রীরা অটোতে চলাচল করছে।
ডোমার টু সৈয়দপুর রোডে চলচল মেহেদী পরিবহনের হেলপার আতিয়ার রহমান বলেন, এখন আর আগের মতো বাসে যাত্রী উঠে না। ১৫ জন যাত্রী নিয়ে সৈয়দপুর থেকে ডোমার আসলাম। এতে করে খরচের টাকাও উঠে না। যাত্রী কম থাকায় এ রোডে বাস কমিয়ে দিয়েছে বাস মালিক সমিতি। যদি বাস চলাচল না করে তাহলে পরিবার পরিজন নিয়ে রাস্তায় দাড়াতে হবে বলেও জানান তিনি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।