মোঃ জসিম উদ্দিন,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুরের খানসামায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৭ এপ্রিল (রবিবার) সন্ধ্যায় খানসামা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এই আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন খানসামা উপজেলা ইউএনও রাশিদা আক্তার,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন,থানা ওসি কামাল হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন,খানসামা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তাজ ফারাজুল ইসলাম চৌধুরী সহ উপজেলা পরিষদের বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তা বৃন্দ।

প্রসঙ্গত, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে এদিন মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথগ্রহণ করে। পরে এই বৈদ্যনাথতলাকেই ঐতিহাসিক মুজিবনগর নামকরণ করা হয়। এই অস্থায়ী সরকারের সফল নেতৃত্বে ১৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধে বিজয় অর্জিত হয়।