রংপুরের গংগাচড়ায় দি হ্যাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর গ্রাম উন্নয়ন দলের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত । এসময় উপস্থিত ছিলেন রাজেশ দে রাজু আঞ্চলিক সমন্বয়কারী দি হ্যাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, রংপুর। আরো উপস্থিত ছিলেন সুকময় পাল, প্রশিক্ষণ বিভাগ,দি হ্যাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ,ঢাকা।
মোঃ শামসুদ্দীন, এরিয়া সমন্বয়কারী, দি হ্যাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, গংগাচড়া, রংপুর। মোছঃ আলবেদা আকতার, ইউনিয়ন সমন্বয়কারী,দি হ্যাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, গংগাচড়া।
প্রশিক্ষণ চলাকালীন সময়ে প্রশিক্ষণের উদ্দেশ্য নিয়ে আলােচনা করেন রাজেশ দে রাজু তিনি বলেন গ্রাম উন্নয়নের তিনটি মুখ্য ভূমিকা পালন করবে দারিদ্রতা দূরীকরণ ও আত্মশক্তিতে বলিয়ান, শিক্ষা।
এরপর সারাদিন ব্যাপী প্রশিক্ষণ দেয় সুকময় পাল। তিনি একটি গ্রামের ইতিবাচক ও নেতিবাচক সকল দিক তুলে ধরেন এবং বৈশ্বিক কর্মপরিকল্পনা এসডিজি অভীষ্ট ১৭ টি। প্রতিটি অভীষ্টের একাধিক লক্ষমাত্রা এবং মোট লক্ষমাত্রা ১৬৯ টি এ নিয়ে আলোচনা করেন।
এসময় ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে গ্রাম উন্নয়ন কমিটির তিন জন করে সদস্যকে নিয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানটি ২ দিন ব্যাপী ১১/১২/২০২২ ও ১২/১২/২০২২ ইং তারিখে সকাল ৯.৩০ থেকে ৪.৩০ মিনিট পর্যন্ত ইউনিয়ন পরিষদের হল রুমে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণের শুরু এবং শেষের মাঝে নানান ধরনের বিনোদনমূলক কার্যক্রমের আয়োজন করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।