রংপুরের গঙ্গাচড়ায় ৪৯তম স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহনাজ পারভীন এর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার আমজাদ হোসেন, মহিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুজ্জামান, গঙ্গাচড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, সাউথ পাড়া ইসলামীয়া বহুমুখী আলিম মাদ্রাসার অধ্যক্ষ রোকোনউজ্জামান, গঙ্গাচড়া মডেল উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক (শরীরচর্চা) বাবলুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কোলকোন্দ মোহাম্মদ আলী মেমোরিয়াল দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারুক হোসেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।