মোঃ হাবিবুর রহমান, চিলমারী কুড়িগ্রাম: কুড়িগ্রামের চিলমারীতে গ্রামবাসীর উদ্যোগে রাস্তা নির্মান করা হয়েছে। জানা যায়, চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নৃশিংভাজ (তিস্তার পাড়) গ্রামের মসজিদ থেকে সখের হাট বাজার যাওয়ার রাস্তাটি প্রায় ৪ বছর থেকে অকেজো হয়ে পড়ে আছে। রাস্তাটি ভাঙ্গা থাকার কারণে, ঐ রাস্তা দিয়ে কোন মানুষ ভালো ভাবে চলাচল করতে পারে না। এবং নৃশিংভাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীরাও তেমন ভাবে স্কুলে যেতে পারে না।

এখন যদি ও স্কুলে যেতে পারে তবে বৃষ্টির দিন এলে ও বন্যার সময় তাদের ও স্কুল যাওয়া বন্ধ হয়ে যায়। এমন কি ঈদের নামাজ আদায় করতে যেতে হয় এই রাস্তাটি দিয়ে। এ বিষয়ে এলাকাবাসী মোঃ আলতাফ হোসেন, মোঃ আলাল উদ্দিন, মোঃ হাকিম উদ্দিন, মোঃ আসাদুল ইসলাম, মোঃ নুর হোসেন, মোঃ নান্নু মিয়া, মোঃ রানা মিয়া, মোঃ নেয়ামত উল্ল্যাহ, মোঃ আরাফাত হোসেন, মোঃ নাহিদ মিয়া, মোঃ নিরব মিয়া ও মোঃ রোকন মিয়া বলেন, আমরা এই রাস্তার জন্য বর্তমান মেম্বার আয়নাল হকের সাথে কথা বলেছি, কিন্তু কোন প্রকার আশা পাইনি। এমনকি মন্জু চেয়ারম্যানের সাথে কথা ও বলেছি, তিনি আশা দিয়ে ছিলেন, কিন্তু আজ পর্যন্ত এক ডালি মাটিও রাস্তায় দেননি। তারা ভোটের সময় অনেক কথা বলেন,

ভোট শেষ হলে সে গুলো আর তাদের মনে থাকে না। তারা আর ও বলেন, এই রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় ৫/৬শ মানুষ যাওয়া আসা করেন। এই রাস্তাটি ২০১৮ সালের বন্যায় ভেঙ্গে যায়, তখন থেকে আমারা এই রাস্তাটি নিয়ে অনেক সমস্যায় আছি। এ বিষয়ে বর্তমান মেম্বার মোঃ আয়নাল হকের সাথে কথা হলে তিনি বলেন, যখন আমাদের কাজ করার সুযোগ ছিল, তখন মাটি না থাকায় আমরা ঐ রাস্তার কাজ করতে পারেনি। তবে সামনে আমরা বরাদ্দ পাচ্ছি, তখন রাস্তার কাজ করে দিব বলে জানান তিনি।

এ বিষয়ে চেয়ারম্যান মোঃ মন্জুরুল ইসলাম মন্জুর সাথে কথা হলে তিনি বলেন, এর আগে আমরা বরাদ্দ পেয়েছিলাম। কিন্তু তারা কাজের জন্য কোন প্রকার মাটি দিতে পারেনি, তাই কাজ করা সম্ভব হয়নি। তবে এবার কয়েক দিনের মধ্যে আমরা আবার বরাদ্দ পাচ্ছি, তখন রাস্তার কাজ করতে পারব বলে জানান তিনি।