ফারুক আহমেদ সূর্য, লালমনিরহাট উপজেলা প্রতিনিধি: লালমনিরহাটে “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, ছেলেহারা শত মায়ের অশ্রু গড়া এ ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি” প্রতিপাদ্যকে সামনে রেখে মহান ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহিদ দিবস-২০২৩ উপলক্ষে ৩দিন ব্যাপী কবিতা প্রদর্শনী, কবিতা আবৃত্তি, দেয়াল পত্রিকা, চিত্রাংকন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, ভাষার গান, কবি মেলা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার (২১, ২২ ও ২৩ ফেব্রুয়ারি) লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সাপ্টীবাড়ী ইউনিয়নের সাপ্টীবাড়ী কলেজের শহিদ মিনার প্রাঙ্গণ সাপ্টীবাড়ী কলেজের বাংলা, রাষ্ট্রবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের আয়োজনে এ ৩দিন ব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সাপ্টীবাড়ী কলেজের অধ্যক্ষ সুদান চন্দ্র রায়-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডঃ মতিয়ার রহমান। আমন্ত্রিত অতিথি ছিলেন লেখক, গবেষক, বিশিষ্ট সমাজকর্মী কবি ফেরদৌসী বেগম বিউটি। এতে বিশেষ অতিথি ছিলেন কবি, প্রাবন্ধিক, গ্রন্থ প্রণেতা ও কাউনিয়া কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. শাশ্বত কুমার ভট্টাচার্য, আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক রফিকুল আলম, কারিগরি ও বাণিজ্য কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম মানিক, লালমনিরহাট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মনছুর আলী, সাপ্টীবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সোবহান, হারাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, কবি ও লেখক মনজুরুল হক। বায়ান্নর ভাষা সৈনিক আবদুল কাদের ভাসানীকে উপহার সামগ্রী তুলে দেয়া হয়। স্বাগত বক্তব্য রাখেন সাপ্টীবাড়ী কলেজের উপাধ্যক্ষ কে এম ওবায়দুল হক। কবিতা রূপসজ্জায় ছিলেন সাপ্টীবাড়ী কলেজের সহকারী অধ্যাপক বিমল কুমার রায়। এ সময় সাপ্টীবাড়ী কলেজের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।