মোঃ তাহেরুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন দূর্গা পূজা উপলক্ষে উপজেলা আনসার ও ভিডিপির আয়োজনে যাচাই – বাছাইয়ের কার্যক্রম পরিচালনা করা হয়। বুধবার ( ২৮ সেপ্টেম্বর)সকালে ডোমার উপজেলার আনসার ও ভিডিপি মাঠে এ কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় পরিচালনা করেন , ডোমার উপজেলা আনসার ও ভিডিপির কর্মকর্তা কল্পনা রানী দাস, সৈয়দপুর উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা নূর বানানু,ডিমলা উপজেলা আনসার ও ভিডিপির কর্মকর্তা মোছাঃ সেলিনা আকতার।

এছাড়াও উপস্থিত ছিলেন, ডোমার উপজেলা প্রশিক্ষক মোঃরুবেল ইসলাম, ডিমলা উপজেলা প্রশিক্ষক রফিক আহমেদ।এবার ডোমার উপজেলায় কতটি পূজা মন্ডল এবং গুরুত্বপূর্ণ মন্ডব আছে কিনা জানতে চাইলে ,ডোমার উপজেলা আনসার ও ভিডিপির কর্মকর্তা কল্পনা রানী দাস, জানান, ডোমার উপজেলায় মোট মন্ডব , ১০২ টি এর,মধ্যে অধিক গুরুত্বপূর্ন ২৫ টি, গুরুত্বপূর্ণ ২০ টি ,সাধারণ হচ্ছে ৫৭ টি । তিনি আরে বলেন এবার ডোমার উপজেলায় আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন থাকবে , সম্ভাব্য ৫৬৫ জন , তার মধ্যে পুরুষ আনসার এবং মহিলা আনসার নিয়োগ করা হবে।

প্রতিমা বিসর্জন পর্যন্ত পূজামন্ডবে তারা অবস্থান করবেন। এবং ডোমার উপজেলার সকল পূজা মন্ডপে সিসি ক্যামেরা আওতায় আনা হয়েছে, তাছাড়া উপজেলা প্রশাসন সার্বক্ষণিক তৎপর ও আইনশৃঙ্খলা বাহিনী টিম অব্যাহত থাকবে।