সিলেট জেলায় ৫ দফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার পরিবহন শ্রমিকরা। গতকাল মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি স্থগিত ঘোষণা করা হয়।
এদিন রাতে ধর্মঘট স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন পরিবহন শ্রমিক নেতা মঈনুল ইসলাম। এর আগে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে রাত ৮টার দিকে বৈঠকে বসেন পরিবহন শ্রমিক নেতারা।
তার আগে গত রোববার দুপুরে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদের এক সভায় পাঁচ দফা দাবিতে আজ থেকে সিলেট জেলায় অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেয়া হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।