![সুনামগঞ্জের ছায়ার হাওরের বাঁধ ভেঙে ঢুকছে পানি](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/04/shalla-hower.jpg)
সুনামগঞ্জের ছায়ার হাওরের বাঁধ ভেঙে ঢুকছে পানি
সুনামগঞ্জের ছায়ার হাওরের বাঁধ ভেঙে ঢুকছে পানি
সুনামগঞ্জের শাল্লা উপজেলার ছায়ার হাওরের ফসল রক্ষা বাঁধ ভেঙে ঢুকছে পানি। এতে ঝুঁকিতে রয়েছে বৃহৎ এ হাওরের কয়েক হাজার হেক্টর বোরো ফসল।
রবিবার ভোরে দাড়াইন নদীর পানির চাপে বাঁধটি ভেঙে হাওরে পানি প্রবেশ করে। গেল কয়েক দিন ধরেই বাঁধটি রক্ষায় কাজ করছিলেন কৃষকেরা।
সুনামগঞ্জের শাল্লার ছায়ার হাওরের মাউতিতে বাঁধ ভেঙে সুনামগঞ্জের দিরাই, শাল্লা, নেত্রকোনার খালিয়াজুরী, মদন, কিশোরগঞ্জের ইটনা, মিঠামইন উপজেলার হাজারো কৃষকের ফসল ঝুঁকিতে রয়েছে।
স্থানীয়রা জানান, এ হাওরে এখনো ৫০ ভাগ ফসল রয়ে গেছে। বেশির ভাগ ধান কাঁচা, কাটা হয়নি।
তবে শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব বলেন, হাওরের ৪২৭০ হেক্টর জমির মধ্যে ৯০ ভাগ জমির ধান কাটা হয়ে গেছে। পুরো হাওর পানিতে তলিয়ে যাওয়ার আগে আর কিছু জমির ধান কাটা হয়ে যাবে। ২ থেকে ১ ভাগ জমির ধান নষ্ট হতে পারে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।