মেঘালয় পাহাড় থেকে নেমে আসা পানির চাপে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার নজরখালী বাঁধ ভেঙে টাঙ্গুয়ার হাওরে ঢুকছে পানি। এতে করে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা ও মধ্যনগর উপজেলার প্রায় ৫-৬ হাজার হেক্টর বোরো জমি পানিতে তলিয়ে যাচ্ছে।
এ নিয়ে উৎকণ্ঠায় রয়েছে দুটি উপজেলার কয়েক হাজার কৃষক। শনিবার (২ এপ্রিল) দুপুরে পাটলাই নদীর পানির চাপে বাঁধটি ভেঙে যায়। হাওরপারের বাসিন্দা আহমেদ কবির ও স্থানীয়রা জানায়, গত কয়েক দিনে ভারতের মেঘালয় পাহাড়ে বৃষ্টির পানি উপজেলার সীমান্তের কয়েকটি ছড়া ও যাদুকাটা নদীর দিয়ে নদীতে নেমে আসে।
পানির চাপ বৃদ্ধি পাওয়ায় নজরখালী বাঁধে গত সপ্তাহে ফাটল দেখা দেয় ও পানি বাঁধের সমান হলে স্থানীয় লোকজন ও কৃষকরা বাঁধে মাটি দিয়ে বাঁশ,পাঠি দিয়ে বাঁধ টিকিয়ে রাখতে চেষ্টা করে। কিন্তু শনিবার সকালে পানির চাপে ভেঙে যায়। তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান কবির জানান, সকালে শুনেই ঘটনাস্থলে এসেছি। তবে এই বাঁধ পানি উন্নয়ন বোর্ডের অংশ না। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, বাঁধটি মেরামত করতে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।