মোঃ ফারুক হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় নওগাঁর বদলগাছী উপজেলাতেও ২০২৩ ইং সালের পাঠ্যপুস্তক বিতরণ উৎসব পালিত হয়েছে । এ উপলক্ষে রোববার বদলগাছী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় চত্তরে বেলা ১০:৩০টায় বদলগাছী মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যেগে ও সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে পাঠ্যপুস্তক বিতরণ উৎসবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে স্কুলের ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বছরের প্রথম দিনে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের শুভ উদ্বোধন করেন ৪৮ (নওগাঁ-৩) এর মাননীয় সংসদ সদস্য মোঃ ছলিম উদ্দীন তরফদার সেলিম।
নতুন বই পাওয়ার আশায় ঐ বিদ্যালয় মাঠে কোমলমতি শিক্ষার্থী ও অভিভাবকদের যেন এক আনন্দমেলা বসেছিলো । বই পাওয়া কিছু শিক্ষার্থী বলেন, বছরের প্রথম দিনেই নতুন বই হাতে পেয়ে তাঁরা খুব আনন্দিত।
বই বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনর্চাজ (ওসি) আতিয়ার রহমান, সাবেক সদর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম, সরকারি মডেল পাইল্ট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরেশ সিংহ সহ উক্ত স্কুলের শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।