মোঃ ইলিয়াস হাওলাদার,কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলার তারাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ২০২২ সালের ম্যানেজিং কমিটি গঠনের ভোটারদের তালিকায় মৃত ব্যাক্তির নাম অন্তর্ভুক্ত করার অভিযোগ করেন বেল্লাল নামে একজন ছাত্র অভিবাবক।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রিসাইডিং অফিসারের নিকট লিখিত অভিযোগে বেল্লাল বলেন, তারাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের ১৮-০৭-২০২২ তারিখ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকা ৮ম শ্রেণির শিক্ষার্থীদের রোল নম্বর উল্লেখ করা হয়নি। তালিকার ২১১ রসূল তালুকদার, ১৮৫ মোঃ শাহ আলম খলিফা, ১৬৮ জোসনা বেগম, তিনজনেই মৃত ব্যাক্তি এদের চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ত্রুটিপূর্ণ দ্বৈত ও ভুয়া ভোটার দিয়ে তালিকা পূর্ণ করেছেন।
এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম জানান, ভোটার তালিকা আমাদের ত্রুটি হয়েছিল মৃত ব্যাক্তির নামের আগে মৃত উল্লেখ করা হয়নি তবে এখন আমরা সংশোধন করে সঠিক তালিকা প্রকাশ করবো। একই পিতা মাতার একাধিক সন্তান স্কুলের শিক্ষার্থী থাকার কারনে একাধিকবার নাম এসেছে, কোনো ভুয়া ভোটার নাই সকলের রেজিষ্ট্রেশন আছে। এ বিষয়ে শিক্ষা কর্মকর্তা আমাকে সোকাজ করেছে আমি সোকাজের সঠিক ব্যখ্যা দিবো।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।