দিনাজপুরের খানসামা উপজেলার খামার পাড়া ইউনিয়নের পাকেরহাট থেকে দুহশুহ-নিউ পাকেরহাট,চেহেলগাজী বাজার যাতায়াতের সড়কটি সংস্কারের অভাবে বেহাল দশা হয়ে পড়ে আছে।

সড়কের বিভিন্ন অংশে বড়,-বড় অসংখ্য গর্ত আর খাল খন্দের সৃষ্টি হয়েেছ যানবাহন চলাচলের অযোগ্য হয়ে আছে। যাত্রী ও গাড়িচালকদের প্রতিনিয়ত ভোগান্তি ও দুর্ঘটনার শিকার হতে হচ্ছে পথচারীদেরকে।

সোমবার (২০ জুন) সরেজমিনে দেখা যায়, উপজেলার প্রধান কয়েকটি সড়কের মধ্যে খানসামা উপজেলার পাকেরহাট ও বীরগঞ্জ উপজেলার একটি অন্যতম সংযোগ সড়ক।

সড়কের প্রায় সাড়ে ৫ কিলোমিটার অংশের অবস্থা সবচেয়ে শোচনীয় এবং দুর্ঘটনা প্লাবন। এরপরও প্রতিনিয়ত খামারপাড়া ইউনিয়নের বালাপাড়া, দুহশুহ, কায়েমপুর, খামারপাড়া, নেউলা এবং পাকেরহাট থেকে জয়ন্তিয়া ঘাট হয়ে বীরগঞ্জ উপজেলায় ভ্যান, অটোরিকশা, মোটরসাইকেল,

মাইক্রোবাসে করে হাজার হাজার মানুষ যাতায়াত করে থাকেন। বর্তমানে কয়েক দিনের টানা বৃষ্টিতে অনেক অংশে পানি জমে গেছে। পানির নিচের খাল দেখতে না পাওয়ায় গাড়ি চলাচলে ঘটছে দুর্ঘটনা।

বাড়ছে যানবাহনের ক্ষয়ক্ষতি। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় পুরো সড়কজুড়ে বড় বড় গর্ত আর খাল খন্দে সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচলের ঝুঁকি দিন দিন বাড়ছে। ফলে দুর্ভোগ পোহাতে পোহাতে হচ্ছে স্থানীয় জনগণদের
স্থানীয় একাধিক ভুক্তভোগীরা জানায়, সড়কটি নির্মাণের সময় নিম্নমানের কাজ করা হয়েছিল।

এছাড়াও পানি মিশ্রিত বালু ১০ চাকার ড্রাম ট্রাকে ও ট্রাক্টরে বহন করায় সড়কের বিভিন্ন স্থানে ফাটল ধরে তৈরি হয়েছে অসংখ্য গর্ত। সংস্কার না করলে কোটি টাকা ব্যয়ে নির্মিত জয়ন্তিয়া ব্রিজও কাজে আসবে না। বলে মন্তব্য করেছেন স্থানীয়রা।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী সুবীর কুমার সরকার এর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ হলে তিনি জানান, সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাবনা প্রেরণ করা হয়েছে। এবং দ্রুত সময়ের মধ্যেই সড়কটি প্রশস্ত ও সংস্কার করা হবে।